নবীগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১
Post Top Ad

নবীগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৫/১০/২০২৫ ১৩:৪১:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমত আলী সিলেটের উসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজীদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আজমত আলী একটি পিকআপ ভ্যানে করে শ্রমিকসহ দিগম্বর বাজারের উদ্দেশ্যে সবজি কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আজমত আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত আরও দুইজন আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad