চেষ্টা চলছে সমাধানের
হবিগঞ্জে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম প্রেমিকা!

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে এক হিন্দু যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক মুসলিম গৃহবধূ। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা বলেও দাবি করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুর থেকে চুনারুঘাট পৌর শহরের শ্রী গুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসু দেবের (৩৫) বাড়িতে অনশন শুরু করেন রানীগাঁও ইউনিয়নের এক সন্তানের জননী মারজিয়া আক্তার (২৫)। অপরদিকে বাসু দেব এক সন্তানের জনক বলে জানা গেছে। ঘটনার পর থেকে বাসু দেব পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মারজিয়ার স্বামী প্রবাসে থাকেন। এই সুযোগে শ্রী গুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেব দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। দীর্ঘ তিন বছর তাদের প্রেমের সম্পর্ক ছিল।
সম্প্রতি বাসুদেব বিয়েতে অস্বীকৃতি জানালে গত শনিবার দুপুরে মারজিয়া সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর ভিড় জমায়। তবে কেউ কোন দ্বায়িত্ব নিয়ে কথা বলতে রাজি নয়।
এদিকে মারজিয়া আক্তার অভিযোগ করে বলেন, আমি বাসুদেবের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছি। আমাদের সম্পর্কের ভিত্তিতে আমি এখন দুই মাসের অন্তঃসত্ত্বা। অথচ এখন সে বিয়েতে রাজি হচ্ছে না। আমাকে বিয়ে করবে বলে তারিখ দিয়ে এখন সে পলাতক। আমার স্বামীও আমাকে বের করে দিয়েছে।
অন্যদিকে বাসুদেবের পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সঙ্গে আলোচনা চলছে। তবে আন্তঃধর্মীয় সম্পর্ক হওয়ায় সমাধানে জটিলতা তৈরি হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বাসুর বাসায় অবস্থান করছিলেন ওই নারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
এবিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল আমিন মীর বলেন, ভুক্তভোগী নারীকে আমরা আইনগত সহায়তার জন্য থানায় আসতে বলেছি, এছাড়া স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: