মাধবপুরে জমে উঠেছে প্রতিমা বিক্রি
আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূজা

বাংলা শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পূজা। আগামীকাল রোববার (৬ অক্টোবর) সারা দেশের মতো হবিগঞ্জের মাধবপুরেও পূজা অনুষ্ঠিত হবে।
ধন-সম্পদের দেবী হিসেবে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। পূজাকে কেন্দ্র করে মাধবপুরের বড়বাজার, নতুন বাজার ও বিভিন্ন গ্রামীণ হাটে জমে উঠেছে প্রতিমা বিক্রি। ছোট আকারের প্রতিমা বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই শত টাকায়, আর বড় প্রতিমাগুলোর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে। পূজাকে ঘিরে ফল ও মিষ্টির দোকানগুলোতেও বেড়েছে বেচাকেনা। পূজার আগের রাতে ঘরে ঘরে তৈরি করা হবে নাড়িকেলের নাড়ু ও মুড়ির মোয়া।
আদাঐর গ্রামের বাসিন্দা বাপ্পি ঘোষ বলেন, “বাংলার প্রতিটি ঘরে ঘরেই লক্ষ্মী পূজা হয়। এই পূজার সঙ্গে জড়িয়ে আছে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর পৌর শাখার সদস্য সচিব রিংকু দেব জানান, “লক্ষ্মী দেবীকে ধন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পূজা করা হয়। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা উদযাপন করা হয়।”
এ রহমান

মন্তব্য করুন: