সাংবাদিক আবিদুর রহমানের ওপর মামলার নিন্দা ও প্রতিবাদ

সিলেটের কোম্পানীগঞ্জে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে মারধরের এক ঘটনার জেরে দায়ের করা মামলায় সাংবাদিক আবিদুর রহমানের নাম অন্তর্ভুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।
গত ২ অক্টোবর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের একটি ফার্মেসিতে মারধরের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়, যার মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আবিদুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৫ অক্টোবরের এক বিবৃতিতে বলা হয়—ঘটনার সঙ্গে সাংবাদিক আবিদুর রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই। তাকে হয়রানির উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে আবিদুর রহমানের উপস্থিতি বা হামলায় অংশগ্রহণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি একজন পেশাদার ও জনপ্রিয় সংবাদকর্মী হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন।
সাংবাদিক আবিদুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে আমার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। বরং ঘটনার পর বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। তবু আমাকে প্রধান আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, “বিষয়টি মীমাংসার জন্য উপজেলার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্যোগ নিয়েছেন। সমাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
এ রহমান

মন্তব্য করুন: