ঢাকা–সিলেট মহাসড়কে অজ্ঞাত আহত ব্যক্তি উদ্ধার
Post Top Ad

ঢাকা–সিলেট মহাসড়কে অজ্ঞাত আহত ব্যক্তি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৭/১০/২০২৫ ১৮:১০:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়ক থেকে এক অজ্ঞাতপরিচয় আহত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মহাসড়কের মাঝখানে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে সড়কের পাশের নিরাপদ স্থানে সরিয়ে রেখে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে খবর দেন।

খবর পেয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আহত ব্যক্তিকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের নাম ইয়াসিন ও বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় বলে জানান। তবে তার মানসিক ভারসাম্যহীনতা লক্ষ করা গেছে বলে জানিয়েছেন উপস্থিত স্থানীয়রা। এলাকাবাসীর সহায়তায় আহত ইয়াসিনকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজল মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ যাচাইয়ে তদন্ত চলছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad