হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধনে নবীগঞ্জ ইউএনও রুহুল আমিন শ্রেষ্ঠ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ২০২৫ সালের আগস্ট মাসে সারাদেশের মধ্যে হবিগঞ্জ জেলা প্রথম স্থান অর্জন করেছে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করেছেন তিনি।
এ অর্জন প্রসঙ্গে ইউএনও রুহুল আমিন বলেন, এই সাফল্য নবীগঞ্জ উপজেলার সকল সহকর্মীর নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার ফসল। জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। ভবিষ্যতেও এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে হবিগঞ্জ জেলার এই অর্জন জেলা ও উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মন্তব্য করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এ রহমান

মন্তব্য করুন: