বিজিবির অভিযান
মাধবপুরে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে বিজিবি।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
এ রহমান

মন্তব্য করুন: