তাহিরপুরে পথসভা: তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে কামরুজ্জামান কামরুল
Post Top Ad

তাহিরপুরে পথসভা: তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে কামরুজ্জামান কামরুল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১১/১০/২০২৫ ২৩:০০:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাঠে নেমেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য জননেতা কামরুজ্জামান কামরুল। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়।

উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাহিদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী চেয়ারম্যান। এছাড়াও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ। সভাস্থলে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “আমাদের এই অঞ্চলে বালু, পাথর, কয়লা, চুনাপাথর, মৎস্য ও ধানের মতো বিপুল প্রাকৃতিক সম্পদ আছে। কিন্তু এই সম্পদের প্রকৃত সুফল আমরা কখনও পাইনি, কারণ আমাদের জন্য কেউ জোরালোভাবে দাবি তোলেনি। যদি আমার দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে এই আসনকে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও যোগাযোগ খাতে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “আপনাদের অধিকার ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমি সর্বোচ্চ দিয়ে কাজ করবো।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বিএনপি নেতা রায়হান, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad