সন্তানের জন্ম দিতে থাইল্যান্ডে স্বাগতা

প্রথম সন্তানের জন্ম দিতে থাইল্যান্ডে গেছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। গেল দুই মাস ধরে দেশটিতে অবস্থান করছেন তিনি।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাগতা বলেন, আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। যদিও অনেক বাংলাদেশি চিকিৎসক বলেছেন আমি ভুল করছি। কিন্তু আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, যেন নরমাল ডেলিভারিতে আমার সন্তান পৃথিবীতে আসে।
তিনি বলেন, বাংলাদেশে অনেক চিকিৎসক গর্ভে ৪২ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই সিজারিয়ান করার পরামর্শ দেন। আমাকেও তাই বলা হয়েছিল। কিন্তু সার্জারির পর মায়েরা নানা ধরনের জটিলতায় পড়েন, সেটা খুব কম ভেবেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন। আমি সেটি এড়িয়ে যেতে চাই।
থাইল্যান্ডে গিয়েও শুরুতে একই পরামর্শ পেয়ে হাসপাতাল বদল করতে হয়েছে স্বাগতাকে। নতুন চিকিৎসকের তত্ত্বাবধানে এখন নরমাল ডেলিভারির অপেক্ষায় আছেন বলে জানান তিনি।
২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন স্বাগতা। হাসান একজন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী এবং সংগীতশিল্পী। তিনি একাধারে গান লেখেন, সুর করেন এবং সংগীতায়োজনের কাজ করেন। যুক্তরাজ্যের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: