বোরকা পরে আদালতে অপু বিশ্বাস
Post Top Ad

বোরকা পরে আদালতে অপু বিশ্বাস

প্রথম ডেস্ক

১৫/০৭/২০২৫ ১০:২০:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হত্যাচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় আদালতে বোরকা পরে হাজির হন তিনি।  রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিন মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হন এ চিত্রনায়িকা।


একপর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হলে বোরকা পরা প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, আদালতে কোনো তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতি এড়াতেই বোরকা পরে আদালতে যান নায়িকা।

 

তার কথায়, আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে। সেখানে কোনো তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরো বেড়ে যায়। এতে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়।


অপু বিশ্বাস আরো জানান, শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি। তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায়।


অপু বিশ্বাস আরো জানান, শুধু আদালতেই নয়, প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রায়ই বোরকা পরেন।

সজল আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad