শাকিব খানের সঙ্গে সিনেমায় প্রিয়াঙ্কা!
Post Top Ad

শাকিব খানের সঙ্গে সিনেমায় প্রিয়াঙ্কা!

প্রথম ডেস্ক

১৫/০৭/২০২৫ ১২:৩৩:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢালিউড সুপারস্টার শাকিব খান ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এমনই গুঞ্জন চলছে শোবিজ পাড়ায়।


এ সিনেমায় আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’ ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। তারই সাথে নায়িকা হিসেবে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। ভক্ত মহলে এ নিয়ে গুঞ্জন চাঞ্চল্য তৈরি হয়েছে।


কলকাতার মধুমিতা সরকারকেও এ সিনেমায় দেখা যেতে পারে বলে দাবি করছে কয়েকটি সূত্র। একই সঙ্গে গুঞ্জন সত্যি হলে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সব পরিকল্পনা মতো এগোলে চলতির বছরের মাঝামাঝিতে শুরু হবে সিনেমার শুটিং।


বাস্তব কাহিনিনির্ভর এ সিনেমায় শাকিব, মধুমিতার সঙ্গে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতি সত্যি হলে তা ঢালিউড সিনেমায় সবচেয়ে বড় আলোড়ন তৈরি করবে বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা।


শোনা যাচ্ছে, সিনেমাটির বাজেট যেহেতু বড়, তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের। যদিও সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad