সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে মাধবপুরে সংবাদ সম্মেলন
Post Top Ad

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে মাধবপুরে সংবাদ সম্মেলন

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১২/০৮/২০২৫ ১৩:১২:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ



কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে হবিগন্জের  মাধবপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা। আজ ( মঙ্গলবার)  দুপুরে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ  কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার  সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া।


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়শন মাধবপুর উপজেলার সভাপতি সাইফুল হক মীর্জা বলেন - প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/৭/২০২৫ তারিখের  সিদ্ধান্ত মোতাবেক জানানো হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্টিত হতে যাচ্ছে। কিন্ত প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বন্ছিত করার পরিপত্রটি বৈষম্যমুলক দৃষ্টান্তমুলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্টিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্টিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্টান থেকে অংশগ্রহনের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবি জানানো হয়।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়শনের মাধবপুর উপজেলার সহ সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিক, সহ অনেকেই।

ডি আর ডি

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad