যুক্তরাজ্য ও ইউরোপে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন ৩১ আগস্ট

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির জেলা সম্মেলন আগামী ৩১ আগষ্ট রোববার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সম্পাদকমন্ডলীর এক সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। ১০ আগষ্ট অনুষ্ঠিত ভার্চুয়ালী সভায় সভাপতিত্ব করেন পার্টির যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ।
সভায় যুক্ত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক নিসার আহমদ, ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ, হারুন অর রশিদ, শাহরিয়ার বিন আলি, ইফতেখারুল হক পপলু।
এদিকে যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির জেলা সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত সভা থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ কে পার্টির যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মনোনীত করে অর্থ, ব্যবস্থাপনা, প্রচার ও খাদ্য উপ পরিষদ গঠন করা হয়।
দায়িত্বপ্রাপ্তরা্ হলেন, অর্থ উপ পরিষদের আহবায়ক শাহরিয়ার বিন আলি, ব্যবস্থাপনা উপ পরিষদের আহ্বায়ক জুবের আক্তার সোহেল, খাদ্য উপ পরিষদের আহবায়ক শেখ নুরুল ইসলাম এবং প্রচার উপ পরিষদের আহবায়ক ইফতেখারুল হক পপলু। সভা থেকে পার্টির আসন্ন জেলা সম্মেলনকে সফল করে তোলার জন্য পার্টির কর্মী, সমর্থক শুভানুধ্যায়ীদায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: