দুই দিনে ২০ জনের মনোনয়নপত্র সংগ্রহ
Post Top Ad

ডাকসু নির্বাচন

দুই দিনে ২০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা অফিস

১৩/০৮/২০২৫ ১৭:৩১:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের (গতকাল ও আজ) দুই দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে ২০ জন্য প্রার্থী। এর মধ্যে ৫ জন কেন্দ্রীয় ভিপি এবং বাকি ১৫ জন অন্যান্য পদের জন্য মনোনয়নপত্র  নিয়েছেন।  বুধবার (১৩ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।


প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গতকাল ডাকসু মনোনয়নপত্র গ্রহণ করেছে ৭ জন।  যার মধ্যে ভিপি পদে ছিল দুই জন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৩ জন যার মধ্যে ভিপি পদে ৩ জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। সেইসাথে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad