গাজা শহর দখলে নতুন অভিযান, নিহত আরো ৮১

ইসরায়েলি হামলার কারণে অবরুদ্ধ গাজায় মানবিক সংকট আরো প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতির আহ্বান জোরালো হলেও ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহর দখলের পরিকল্পিত অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। গাজা শহরে এখনও প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আছেন।
বুধবার (২০ আগস্ট) ভোর থেকে ইসরায়েলি হামলা ও অনাহারে অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন অনাহারে মারা গেছে আরো তিন জন। ফলে এ পর্যন্ত না খেতে পেরে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু। খবর আলজাজিরার।
দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে বোমা বর্ষণে তিন জন নিহত হন। এছাড়া, ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলিতে ফিলিস্তিনের জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ শালান নিহত হন। বুধবারই অন্তত ৩০ জন ত্রাণসন্ধানী ইসরায়েলি গুলিতে প্রাণ হারান।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: