‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’
Post Top Ad

‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’

প্রথম ডেস্ক

১৩/০৬/২০২৫ ০২:১৪:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত। বলিউডের অন্যান্য জনপ্রিয় তারকার মতো বিয়ে করতে চান না তিনি। কিন্তু একজন ভালো সঙ্গীর খোঁজে রয়েছেন এই অভিনেত্রী।


অভিনেত্রী দিব্যা দত্ত হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে আমার আপত্তি নেই। তবে জীবন একা থাকলেও সুন্দরভাবে চলে। অকার্যকর একটি সম্পর্কে থাকার চেয়ে নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি মূল্যবান। সম্পর্কের জন্য নিজেকে ছোট না করে নিজেকে ভালোবাসা আরও জরুরি।’


দিব্যা জানান, ‘অনেক পুরুষের মনোযোগ পেয়েছেন এবং সেটি তিনি উপভোগও করেছেন। তবে সম্পর্কের মূল সৌন্দর্য হলো গভীর যোগাযোগ- যেখানে অনুভব করা যায়, কেউ সত্যিই আপনার পাশে আছে। এমন অনেক বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি পরিপূর্ণ অনুভব করি। আর নিজের জন্য আমি নিজেই যথেষ্ট।’


তিনি আরও বলেন, ‘আমি বিয়ে করতে চাই না, তবে এমন একজন সঙ্গী চাই, যার সঙ্গে ভ্রমণে যেতে পারি। আর যদি সেটাও না হয়, তাহলেও আমি পুরোপুরি সুখী। এমন একটা সময় ছিল, যখন মনে করতাম সঙ্গী ছাড়া জীবন অসম্পূর্ণ। এখন বুঝি, সেটা ভুল ধারণা ছিল। এখন আর আমি আমার অনুভূতি বাইরে প্রদর্শন করি না।’


এদিকে, বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কারিশমা কাপুর। এই অভিনেত্রীর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর আর নেই। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।


ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় কাপুর একজন পোলো প্রেমী। সোনা নামে একটি পোলো টিমের মালিক ছিলেন তিনি। নিজে পোলো খেলেন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার পোলো খেলার সময়ে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। চিকিৎসা নেওয়ারও সুযোগ পাননি সঞ্জয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad