দিরাইয়ে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নারীসহ আহত ৩০
Post Top Ad

দিরাইয়ে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নারীসহ আহত ৩০

নিজস্ব প্রতিনিধি,দিরাই

২২/০৯/২০২৫ ১৮:০৫:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আগেও থানায় অভিযোগ ও বিচার শালিসে নিষ্পত্তি হয়েছে, কিন্তু পূর্বের রেষ ঠিকমতো মিটেনি। সোমবার খেয়ানৌকা পারাপারের এলাকায় পঞ্চায়েত গ্রুপের সদস্যরা গোলাপ মিয়ার লোকজনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়।


আহতদের মধ্যে রয়েছেন— সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬), এরশাদ (৩৩), সরলা বেগম (৪৫), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২), আশিক মিয়া (৩২), ইসলাম মিয়া (৩৫), সাগর মিয়া (২২), তাহেরা বেগম (২০), জবনুর মিয়া (২২), কাসেম (৩৫)। আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, টেটা ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad