কুলাউড়ায় হেলমেট-কাগজপত্র না থাকায় ৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মোড়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তিনটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আইন মেনে সড়কে চলাচলের জন্য চালকদের সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম জানান, জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: