শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সামাদ, সম্পাদক সাহেদ
Post Top Ad

শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সামাদ, সম্পাদক সাহেদ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৬/০৯/২০২৫ ২০:০৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকায় অবস্থিত শেরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, লেখক-কবি ইয়াসিন সেলিম এবং সমাজসেবক মাজহারুল ইসলাম রকি।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন প্রতিদিনের কাগজের প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ-এর আমিরুল ইসলাম সাহেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের ডাকের কাঞ্চন ভৌমিক ও নাগরিক ভাবনার শেখ সাহেদ আহমেদ। যুগ্ম সম্পাদক হয়েছেন জিবি নিউজ২৪-এর মোফাদ আহমদ মুরাদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ (আলোকিত সকাল), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন (টি নিউজ), দপ্তর সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ (সংলাপ বার্তা), অর্থ সম্পাদক রিপন মিয়া (বাংলাদেশ সমাচার) দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এহিয়া আহমেদ (প্রতিদিনের কাগজ) ও মোঃ শাহাব উদ্দিন (ক্রিয়েটিভ নিউজ২৪)।

সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শিহাবুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম রকি ও আব্দুল আলীম।


২০০৯ সালে প্রতিষ্ঠিত শেরপুর প্রেসক্লাব বর্তমানে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে পরিচিত। সাংবাদিকতার মানোন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় শুরু থেকেই প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad