সিলেটে অবৈধ টমটম ও রিকশা শ্রমিকদের দমন না হলে রাজপথে নামার ঘোষণা
Post Top Ad

পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

সিলেটে অবৈধ টমটম ও রিকশা শ্রমিকদের দমন না হলে রাজপথে নামার ঘোষণা

প্রথম ডেস্ক

২৭/০৯/২০২৫ ১৪:২১:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অবৈধ টমটম ও বিদ্যুৎচালিত রিকশা শ্রমিকদের হামলার দোষীদের ৭ অক্টোবরের মধ্যে আইনের আওতায় না আনা হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সংগঠনটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিএনজি, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনে হামলা ও ভাঙচুর সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি। অবৈধ টমটম ও ই-রিকশা শ্রমিকদের দমন না করা হলে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অচল হয়ে পড়বে।

সংগঠনটির সভাপতি হাজী ময়নুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, “প্রশাসন টমটম ও ই-রিকশা বন্ধে অভিযান চালালেও গত বুধবার আমাদের গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা পূজার জন্য ৭ দিন সময় দিলাম। এর মধ্যে দোষীদের আইনের আওতায় না আনলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।”


সভায় মালিক-শ্রমিকরা জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধ করা যায়।

বক্তারা আরও বলেন, “সিলেটের সড়কে শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা বজায় রাখা সবার দায়িত্ব। অবৈধ রিকশা ও টমটমের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে যানজট ও নিরাপত্তাহীনতা আরও বাড়বে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad