সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে সিলেট জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সারদা হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ধারণ করে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটনের গুরুত্ব তুলে ধরেন।
পরে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী হলেও এ খাত এখনও কাঙ্ক্ষিতভাবে বিকশিত হয়নি। পর্যটনের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে পর্যটনের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন, পর্যটনের প্রসারে সচেষ্ট থাকার পাশাপাশি নগরের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা রক্ষায় সকলে সম্মিলিতভাবে কাজ করবেন।
এ রহমান

মন্তব্য করুন: