জৈন্তাপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

টেকসই উন্নয়নে পর্যটন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন কেন্দ্র জৈন্তাপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সভার মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিল্লাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম প্রমূখ।
সভায় জৈন্তাপুর উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো নিমার্ণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি পর্যটন স্থানের উন্নয়ন ও সংরক্ষণে বে-সরকারি পর্যায়ে বিনিয়োগ করার আহবান জানানো হয়েছে।
অনুষ্ঠানে চিত্ররাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ রহমান

মন্তব্য করুন: