সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল হবে : জেলা প্রশাসক
Post Top Ad

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন

সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল হবে : জেলা প্রশাসক

প্রথম সিলেট প্রতিবেদন

০২/১০/২০২৫ ১৫:৪৮:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, স্বল্পতম সময়ের মধ্যে সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে। এতে করে ক্যান্সার আক্রান্ত রোগীদের আর ঢাকা কিংবা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে না। আগামী তিন মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, “অক্টোবর-নভেম্বর মাস নাগাদ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকট কেটে যাবে। পাশাপাশি মাস দুয়েকের মধ্যে সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হলে ওসমানীতে রোগীর চাপও কমে আসবে।”

তিনি আরও বলেন, “ওসমানী হাসপাতালকে দালালমুক্ত করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে কাজ করছেন। তবে ৫০০ শয্যার বিপরীতে প্রায় তিন হাজার রোগী থাকার কারণে সেবা বিঘ্নিত হচ্ছে। এর সঙ্গে রোগীদের স্বজনদের ভিড় বাড়তি চাপ তৈরি করছে।”

জেলা প্রশাসক সারওয়ার আলম আশা প্রকাশ করেন, সিলেটে ক্যান্সার হাসপাতাল চালু হলে শুধু এ অঞ্চলের নয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের লাখো মানুষ উন্নত ক্যান্সার চিকিৎসা সেবা পাবেন।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad