বেড়েছে সবজির দাম, নাভিশ্বাস ক্রেতাদের

স্বস্থি নেই সিলেটের কাঁচা বাজারে। সঙ্কট অযুহাতে দাম বেড়েছে অধিকাংশ সবজির। এতে বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। শুক্রবার সিলেটের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগেও ছিল ১২০-১৮০ টাকা। প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৭০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা বিক্রি হচ্ছে।
এছাড়া, করলা প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৮০ টাকা, শিম প্রতি কেজি ২০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বন্দরবাজার ব্রহ্মময়ী বাজারে বাজার করতে আসা জুবের আহমদ বলেন, বৃষ্টির ছুতোয় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলেন। এটা নতুন নয়। আবার সকালে এক দাম রাখে, রাতে আরেক দাম রাখে।
শিবগঞ্জ আসা ক্রেতা নাজনীন আলম বলেন, আগে ভ্যানে কম দামে সবজি মিলতো। এখন ভ্যানেও যা, বাজারেও তা। একই দাম সবখানে। এক টাকাও কমাতে চায় না কেউ। শিহাব উদ্দিন বলেন, সবজির কোনো ঘাটতি নেই। তবু দাম বাড়তি। এই তো ৮০ টাকায় মাত্র ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনলাম। গত সপ্তাহে যা ৩০ টাকা দিয়ে কিনেছি।
সবজি ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে সবজিত ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সিলেটে আসতে পারছে না সবজির ট্রাক।
সোবহানী ঘাটের রাজু আহমেদ বলেন, আজকে বাজারে সবজির দাম আরেক দফা বেড়েছে। দোকানিরা বলছেন বৃষ্টির কারণে সবজির দাম বাড়তি। অথচ গত তিন মাস ধরে সবজির দাম বেড়েই যাচ্ছে। যে যার মতো করে বাড়তি দামে সবজি বিক্রি করছে। আজ এসে যুক্ত হয়েছে বৃষ্টির জন্য সবজির দাম বেশি, কিন্তু তাহলে এতদিন ধরে সবজির দাম এত বাড়তি ছিল কেন?
ট্রেড সেন্টারের এক বিক্রেতা জানান, এখন ৫ কেজি কাঁচামরিচ কিনতে ১২০০ থেকে ১৩০০ টাকা খরচ হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগেও সেটি ছিল ৮০০ থেকে ৯০০ টাকায়।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: