নগরের চৌকিদেখী এলাকা থেকে ৬ পেশাদার জুয়াড়ী গ্রেপ্তার ৬
Post Top Ad

নগরের চৌকিদেখী এলাকা থেকে ৬ পেশাদার জুয়াড়ী গ্রেপ্তার ৬

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/১০/২০২৫ ১৭:৫৮:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের চৌকিদেখী এলাকা থেকে ৬ জন পেশাদার জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান। 


গ্রেপ্তাররা হলেন ওসমানীনগর থানার শেরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন (৩১), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া (৫১), এয়ারপোর্ট থানার চৌকিদেখী ১নং গলির ২৮নং বাসার খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫), ওসমানীনগর থানার কামারগাঁওয়ের ওহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া (৩০), বিয়ানীবাজারের উত্তর দুবাগ গ্রামের আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ (৩৫), নগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আব্দুল মজিদের ছেলে মো. রিপন (৩৫)।


তাদের বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad