জকিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুজ্জামান জামানের মতবিনিময়

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জি.এস., রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মো. নুরুজ্জামান জামান জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার বিকেল ৪টায় জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সালাম চৌধুরী পানু।
সভায় অধ্যাপক নুরুজ্জামান জামান বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয়তাবাদী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে মনোনয়ন পেলে জকিগঞ্জ–কানাইঘাটের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নতুন দিগন্ত উন্মোচন করতে চাই। তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে নিয়ে যাওয়া এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই হবে আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জননেতা তারেক রহমানের নেতৃত্বে সিলেট-৫ আসনকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আসনে পরিণত করতে চাই। জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি।”
অধ্যাপক জামান জানান, ছাত্র রাজনীতি থেকেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯১ সালে তিনি শাবিপ্রবির শাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ, মস্তাক আহমদ ফয়সল, মাওলানা আব্দুস শহীদ, রফিক আহমদ, বশির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, সদস্য মো. ইউনুছ আলী, ওমর ফারুক, আবু বক্কর ফয়সলসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ রহমান

মন্তব্য করুন: