সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত: আহত ২০

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের ভেতরে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ট্রেন চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কুদ্দুস জানান, “উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
রেলওয়ের উদ্ধারকারী দল সিলেট ও কুলাউড়া থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এ রহমান

মন্তব্য করুন: