সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় দুই কর্মকর্তা বরখাস্ত
Post Top Ad

সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় দুই কর্মকর্তা বরখাস্ত

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/১০/২০২৫ ১৬:০৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ট্রেন দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে উভয় কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে দুর্ঘটনার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


জানা গেছে, দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে রেলওয়ের লোক মাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোক মাস্টার জহিরুল ইসলাম নোমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সিলেট রেল স্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, দুর্ঘটনার পরপরই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে-একটি জেলা প্রশাসনের, অন্যটি রেলওয়ের পক্ষ থেকে।


জানা যায়, জেলা প্রশাসনের তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি এবং বাংলাদেশ রেলওয়ের চার সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকেই তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। পরে উদ্ধারকারী কর্মীরা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক করে।


সিলেট স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, রেলপথ স্বাভাবিক হওয়ার পর আন্তঃনগর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে আটকা ছিল, সকাল ১০টার পর সেটিও সিলেটে পৌঁছে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়।


এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।


তিনি বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad