জকিগঞ্জে নুমান হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী
Post Top Ad

জকিগঞ্জে নুমান হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৮/১০/২০২৫ ২০:২৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কালিগঞ্জ বাজারে ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকপুর ইউনিয়নের সাবেক মেম্বার কবির আহমদ এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী কাওছার আহমদ। প্রতিবাদ সমাবেশকে ঘিরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন সামন, বৃহত্তর কালিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ব্যবসায়ী নোমান উদ্দিন চৌধুরী, মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি শিহাব উদ্দিন ও সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, কবিরুল হাসান মেম্বার, প্রবাসী মঈন উদ্দিন ও সুমন আহমদ, আল ইসলাহ নেতা সুফিয়ান আহমদ, জমিয়ত নেতা কাজী ইমরান হোসাইন এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন— নুমান উদ্দিন হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। মামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করে বাদী করা হয়েছে আসামিকে, আর আটক সুমনকে সন্দেহজনক আসামি হিসেবে দেখানো হয়েছে। তাঁরা বলেন, আটক সুমনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ না করায় ন্যায্য বিচার নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

বক্তারা অবিলম্বে নুমান উদ্দিন হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad