জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলে নিখোঁজ
Post Top Ad

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০৯/১০/২০২৫ ১৯:৪৩:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বিপ্লব দাশ (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিপ্লব দাশ রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের দিরু দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাত শুরু হলে বিপ্লব নদীর মাঝখানে নৌকায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি নদীতে পড়ে যান। বজ্রপাত থেমে গেলে স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়েও বিপ্লব দাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।

রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সাজু মিয়া বলেন, “প্রতিদিন বিপ্লব আমার দোকানে আসত। আজ বিকেলে বজ্রপাতের পর তার নৌকা নদীতে ভাসতে দেখি, কিন্তু তাকে পাইনি। এলাকাবাসী মিলে অনেক খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।”

নিখোঁজ জেলের বাবা দিরু দাশ বলেন, “আমার ছেলে প্রতিদিন এই জায়গায় বড়শি দিয়ে মাছ ধরত। আজ বজ্রপাতের আঘাতে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। এখনও তাকে খুঁজে পাইনি।”

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “আমরা খবর পেয়েছি এক জেলে বজ্রপাতে নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।”


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ জানান, “আমাদের স্থানীয় ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় অন্য এলাকা থেকে ডুবুরি এনে উদ্ধার অভিযান পরিচালনার চেষ্টা চলছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad