ছাতকে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত
Post Top Ad

ছাতকে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৯/১০/২০২৫ ১৯:৫০:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং টাইফয়েড টিকাদান কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভার আয়োজন করে ব্রাক।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। তিনি বলেন, “টাইফয়েড টিকা প্রদান ক্যাম্পেইনে নিবন্ধনের ক্ষেত্রে সারা দেশের মধ্যে ছাতক উপজেলা এগিয়ে রয়েছে। এই অর্জন সম্ভব হয়েছে মসজিদের ইমাম, কওমি মাদ্রাসা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সহযোগিতায়।”

তিনি আরও বলেন, “সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি টিকা গ্রহণ করে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যঝুঁকি কমে আসবে। পাশাপাশি নাগরিকরা জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন হলে এর নেতিবাচক প্রভাব সমাজে উল্লেখযোগ্যভাবে কমে যাবে।”

সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে স্থানীয় জামে মসজিদের ইমাম ও মাদ্রাসা সুপারদের সঙ্গে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনগণকে সচেতন করতে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রনবীর তালুকদার রক্তিম, ব্র্যাকের সিসিএইচ অফিসার মাহমুদুর রহমান, স্বাস্থ্যকর্মী কামরুল ইসলাম, দারুল উলুম ছাতক মাদ্রাসার পরিচালক মাওলানা ফজলুর রহমান, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন, বেতুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা এখলাছুর রহমান, শিক্ষক, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad