আমেরিকার মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২-৩ আগস্ট
Post Top Ad

আমেরিকার মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২-৩ আগস্ট

প্রথম ডেস্ক

২৯/০৬/২০২৫ ২৩:০৭:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মিশিগানে হতে যাচ্ছে, বাংলাদেশ  আমেরিকার ফেস্টিভ্যাল। বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগানের (বাম) উদ্যোগে মিশিগানে আগামী ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ‘বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল’।


ওয়ারেন সিটি স্কয়ারে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।বাংলাদেশের ও উত্তর আমেরিকার শিল্পীরা মেলায় অংশ নেবেন। মেলায় থাকবে সাংস্কৃতি অনুষ্ঠান, নৃত্য, দেশীয় আড্ডা, থাকবে রকমারি স্টলে বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিস ও বিভিন্ন স্বাদের খাবারের দোকান। দুদিন ব্যাপী এই ফেস্টিভ্যাল এ আমেরিকার মুলধারার রাজনীতিবিদরা থাকবেন। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। নানা প্রফেশনালরা থাকছেন, নানান সেগমেন্টে।


সংগঠনের স্বেচ্ছাসেবকসহ ওয়ারেন পুলিশ মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আমেরিকার রাজনীতিবিদ, সিটি অফিসিয়েলসহ অনেকে মেলায় আসবেন। সব বয়সী মানুষের জন্য থাকবে বিনোদনের ব্যবস্থা। প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। প্রতি বারের মতো এবারো মেলায় বাংলাদেশি আমেরিকান ঐতিহ্য, কৃষ্টি তুলে ধরা হবে। এবার স্টলগুলোতে থাকবে ভিন্নতা।  প্রায় শ’খানেক স্টল থাকার সম্ভাবনা।


আয়োজকদের অন্যতম জাবেদ আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ আমেরিকান ফ্যাস্টিভ্যাল মিশিগানে একটি ইউনিক ২ দিনের অনুষ্ঠানে অনেক কিছু থাকছে।  এটা দীর্ঘ দিন থেকে সামারের একটি উল্লেখযোগ্য ফ্যাস্টিভ্যাল। এবার নতুন  প্রজন্মদের সম্পৃক্ত করা হবে। থাকবে বাচ্চাদের নানান একটিভিটিতে  এবং প্রবীনদের একটিভিটি। আমরা মিশিগানের সকল সংগঠন এবং প্রবাসীদের সহযোগিতা চাই।জাবেদ চৌধুরী বলেন, এই ফ্যাস্টিবাল শুধু মাত্র গান বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা আমেরিকার মুলধারার সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করার সেতুবন্ধন রচনা করব। ১৫ টি সফল ফ্যাষ্টিভ্যাল পর ২০২৫ এর ফ্যাস্টিভ্যালটা হবে অন্যরকম।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad