দিরাই ভাটিপাড়া জমিদার বাড়ি ও মসজিদ

শুভ সকাল। আজ ১০ জুলাই বৃহস্পতিবার ২০২৫ বাংলা ২৫ আষাঢ় ১৪৩২। দিনের শুরুটা ভালো কাটুক সকলের। আজ সুপ্রভাতের মাহেন্দ্রক্ষণে ‘প্রথম সিলেট’ এর সকল শ্রেণীর পাঠকদের জানাই শুভ সকাল।
আজ আমরা পরিচিতি হবো সিলেটের একটি ঐতিহাসিক স্থান ও তার ছবির সাথে। সেই স্থানটি হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন ভাটিপাড়া গ্রামে। যেখানে রয়েছে ভাটিপাড়া জমিদার বাড়ির ৩ শ’ বছরের পুরনো বাড়ি ও মসজিদ।
হাওরপাড়ের ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ গ্রাম সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া। ভাটিপাড়া জমিদার বাড়ি, তিনগম্বুজ মসজিদ, বিশালাকার দিঘিকে ঘিরে রয়েছে নানা কল্পকাহিনি। তিনশত বছরের বেশি পুরনো এই ভাটিপাড়া জমিদার বাড়ি। ভাটিপাড়া জমিদার বাড়ির জৌলুশ আর প্রভাব প্রতিপত্তিতে নিজের আক্ষেপ জানিয়ে দিঘির পাকা ঘাটে বসে হাসন রাজা লিখেছিলেন ‘লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা না আমার’ এই গান। ইতিহাস ঐতিহ্যের ধারকবাহক দৃষ্টিনন্দন দিঘিটি আজও সাক্ষ্য বহন করছে ভাটিপাড়া জমিদার বাড়ি ও তার শানশওকতের।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: