সুপ্রভাত শুরু হোক সুসংবাদে : বাঘিনীদের কাছে শ্রীলঙ্কা বধ

আজ ১২ জুলাই ২০২৫ শনিবার ২৮ আষাঢ় ১৪৩২। আজ দিনের শুরুতেই শোনাতে চাই বাংলার বাঘিনীদের বিজয় গল্প। ১১ জুলাই শুক্রবার শ্রীলঙ্কাকে ৯-১ গোলের ব্যবধানে প্রথম ম্যাচেই গোলবন্যায় অর্জন হলো বাংলাদেশের বিজয়। বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ উপহার দিল ৯-১ গোলের দানবীয় এক জয়। জয়টি এসেছে দারুণ সব আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে। যেখানে প্রতিটি মিনিটে লুকিয়ে ছিল চমক।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানী ফ্রি কিক থেকে একটি চোখধাঁধানো গোল করে বাংলাদেশের গোল উল্লাস শুরু করে দেন। এরপর তো যেন থামার নাম নেই। চতুর্থ মিনিটে মুনকি আক্তারের বাঁ প্রান্ত ভেদ করা শটে দ্বিতীয় গোল। ৩৭ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান আরও বাড়ে।
মাঝে অবশ্য শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিকা বারবার লঙ্কানদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালালেও বাংলাদেশের ছন্দে তা ছিল সামান্য বাঁধা। সুযোগ এসেছিল আফঈদা খন্দকার, উমেলা মারমা, শিখা; সবার সামনেই। কেউ কেউ মিস করলেও ক্ষতির কিছু হয়নি।
দ্বিতীয়ার্ধে যেন মাঠে নেমেছিল আরও ক্ষুধার্ত বাংলাদেশ। মুনকি আক্তার ৪৭ মিনিটে করলেন নিজের দ্বিতীয় গোল। ৪৮ মিনিটে শিখার গোলে ব্যবধান হয় ৫-০। এরপর সাগরিকার ৫২ ও ৫৭ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পুরা করায় স্কোরলাইন দাঁড়ায় ৭-০।
৮৫ মিনিটে রুপা আক্তারের চোখ ধাঁধানো শট এবং অতিরিক্ত সময়ে শান্তি মার্দির জয়সূচক গোল। সব মিলিয়ে ৯ গোলের উৎসবে মাতিয়ে রাখে কিশোরীরা। যদিও একমাত্র সান্ত্বনা গোলটি আসে লঙ্কান লায়নসিকার পা থেকে ৯০+১ মিনিটে। তাতে ৯-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
ডাবল লিগ পদ্ধতিতে এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। পরের ম্যাচগুলোতে রোববার (১৩ জুলাই) নেপালের, মঙ্গলবার (১৫ জুলাই) ভুটানের, বৃহস্পতিবার (১৭ জুলাই) ভুটানের, ১৯ জুলাই শ্রীলঙ্কা ও ২১ জুলাই নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
নীরব চাকলাদার

মন্তব্য করুন: