আজকের দিনপঞ্জি

আজ ২৭ জুলাই(১০ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি। দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল – তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। এক নজরে দেখে নিন আজকের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে। ১০ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার, ইংরেজী: ২৭ জুলাই ২০২৫, ১৭ শ্রীধর ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ১১ শ্রাবন, চান্দ্র: ৩ ঋষিকেশ মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৯ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১২ শ্রাবন ১৪৩২, ভারতীয় সিভিল: ৫ শ্রাবন ১৯৪৭, মৈতৈ: ৩ হাৱান, আসাম: ১০ শাওন, মুসলিম: ১-সফর-১৪৪৭ হিজরী।
আজ সূর্য উদয়: সকাল ০৫:৩৮:০৬ এবং অস্ত: বিকাল ০৬:৫০:৪৩।
আজ চন্দ্র উদয়: সকাল ০৭:৩৭:৫২(২৭) এবং অস্ত: রাত্রি ০৮:৩৭:১৮(২৭)।
নীরব চাকলাদার

মন্তব্য করুন: