সিলেটের নাজমুন আরা সুলতানা
Post Top Ad

দেশের ইতিহাসে প্রথম নারী বিচারপতি

সিলেটের নাজমুন আরা সুলতানা

প্রথম ডেস্ক

১১/০৭/২০২৫ ০১:৫৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আজ ১১ জুলাই শুক্রবার ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২। সবার জীবনে নতুন বার্তা আসুক আজকের সুপ্রভাতে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ আর প্রাপ্তিতে কাটুক আজকের দিনটি। শুভ সকাল। আজ সুপ্রভাতে আপনাদের কা্ছে তোলে ধরতে চাই সিলেটের এক তেজস্বী নারীর কথা।


একজন নারী হয়েও তিনি আজ ইতিহাস। যিনি প্রথমবারের মতো পৌঁছে গিয়েছিলেন সর্বোচ্চ আদালতের শীর্ষ আসনে। কোন নারীর পক্ষে এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তিনি সিলেটের কৃতি সন্তান। তাঁর নাম বিচারপতি নাজমুন আরা সুলতানা। তিনি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী আপিল বিভাগের বিচারপতি। ১৯৫০ সালের ৮ই জুলাই মৌলভীবাজারে তার জন্ম। বাবা চৌধুরী আবুল কাশেম মইনুদ্দিন ছিলেন একজন শিক্ষানুরাগি।আর মা রাশিদা সুলতানা ছিলেন আদর্শ মায়ের প্রতিচ্ছবি। 


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে ১৯৭৫ সালে দেশের প্রথম নারী সহকারি জজ হিসেবে কাজ শুরু করেন। এরপরে ইতিহাস সৃষ্টি করেন একের পর এক। ১৯৯০ সালে হন প্রথম নারী জেলা ও দায়রা জজ। ২০০০ সালে হাইকোর্টের বিচারপতি। তারপর বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে নারী বিচারপতি হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ উইম্যান জাজ এসোসিয়েশন বা bwz। তিনি নারী অগ্রযাত্রার পথ প্রদর্শক একজন অনুপ্রেরণাময় আলোকবর্তিকা। 

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad