তাহিরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
Post Top Ad

তাহিরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

১১/০৭/২০২৫ ০১:২৮:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৬২.৬৪% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।এর মধ্যে ২৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উর্ত্তীন হয়েছে।  


জানা যায়, উপজেলার ২০টি বিদ্যালয় থেকে মোট ১৮৩৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন, এর মধ্যে ১১৪৯ জন পাশ করে। তার মধ্যে আইডিয়াল ভিশন একাডেমি ৫৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে ৫১জন উর্ত্তীন হয়েছে। পাসের হার ৯৫.৪৪%

পিছিয়ে রয়েছে বড়দল উচ্চ বিদ্যালয় ৩০জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে মাত্র ১২জন উর্ত্তীন হয়েছে। পাসের হার ৪০.০০%। জিপিএ ৮টি  পেয়ে এগিয়ে রয়েছে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।


বিদ্যালয়ভিত্তিক জিপিএ -এর ফলাফল:  

তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ জন,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৭ জন,ট্যাকেরঘাট চুনারুঘাট খনিজ স্কুল অ্যান্ড কলেজ: ৫ জন,আইডিয়াল ভিশন একাডেমিতে ২ জন,আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ জন ও বাগলী উচ্চ বিদ্যালয়ে ১ জন।  


অপরদিকে উপজেলার ৬টি দাখিল মাদ্রাসা থেকে ২৪৯ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং এর মধ্যে ২০৯ জন উত্তীর্ণ হয়, যা ৮৩.৯৩% পাশের হার। এর মধ্যে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বালিজুড়ী এইস উলুম সিনিয়র আলিম মাদ্রাসা: ১ জন  

বাদাঘাট দাখিল মাদ্রাসা: ১ জন। 

 

তথ্যটি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি কর্মকর্তা অনন্ত দেব নাথ।  

স্থানীয় শিক্ষামহল ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad