হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা
Post Top Ad

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ

২৮/০৭/২০২৫ ২৩:৫৫:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) ২০২৫-২৬ অর্থ বছরে ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থ বছরের তুলনায় ৮.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।


তিনি জানান, গত অর্থবছরে ২ কোটি টাকা অব্যবহৃত ছিল। সে টাকা সরকারের কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। গত বছর ছাত্রপ্রতি ৯ লাখ টাকা খরচ হয়েছে। এ বছর ৭ লাখ টাকা খরচ ধরা হয়েছে।


তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে ছাত্র/ছাত্রী ভর্তি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমান ২১৫ জন ছাত্র/ছাত্রী আছে, এছাড়া ৯০ জন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলছে। ৪৫ জন শিক্ষক কর্মরত আছেন।


বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসন আমাদেরকে জমি অধিগ্রহণের জন্য সংকেত দিলে আশা করছি আগামী ২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে আমরা জেলার বিভিন্ন স্থানে নিরীক্ষা করে একটি প্রতিবেদন জমা দিয়েছি।


গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, নদ-নদীর পানি কেমিক্যাল বর্জ্য দ্বারা পরিবর্তন হওয়ার কারণে হবিগঞ্জে সাকার ফিস কোথায় কোথায় আছে, সেগুলো চিহ্নিত করণের জন্য বিশ্ববিদ্যালয়ের একটি দল কাজ করছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad