গল্পের ভেতরের গল্প

বেড়ালের জ্বালাতনে সারা বাড়ির লোকেরা অতিষ্ট। তারা বেড়ালকে একটা বস্তায় ভরে বস্তাটা বাড়ির দুই ছেলেকে দিয়ে বললোঃ বস্তাটা বাড়ির দূরে ফেলে দিয়ে আয়। দুই ভাই বস্তা নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলো। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। এখন বাসায় ফিরবে কেমনে তারা? বাসায় ফেরার পথতো তারা ভুলে গেছে। দুই ভাইয়ের মাথায় একটা সুন্দর বুদ্ধি খেলা করলো। তারা বস্তা খুলে বেড়ালকে ছেড়ে দিলো। বেড়াল বস্তা থেকে বের হয়েই দেখলো বাড়ির দুই সাথী দাঁড়িয়ে আছে। নুতন জায়গায় এসে বেড়াল মোটেও ভয় পেলোনা। সে মনের খুশীতে বললো মেঁয়াও, মেঁয়াও। এবার দুই ভাই বললো--আয় মিনি, বাসায় চলে যাই। মিনি লেজ নাড়লো, আর হাঁটতে লাগলো। বেড়াল আগে আগে হাঁটে, আর তার পেছন পেছন হাঁটে পথভুলা দুই ভাই।
এই জাতির অবস্থাও এই দুই পথভুলা কিশোরের মত। যতবারই এই জাতি বেড়ালকে বাইরে নিয়ে ফেলে দিয়েছিলো, ততবারই নিজের ঠিকানায় ফিরে আসার জন্য বেড়ালকে ধরে এনেছিলো। এটা যেন এই জাতির নিয়তি। এই গল্পের ভেতরে আছে অনেক গল্প। এই গল্পকে সামনে রেখে আপনারা নুতন নুতন গল্প বানিয়ে নিন।
জয়নাল আবেদীন জুয়েল
(ছড়াকার)
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: