বিসিবির পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল
Post Top Ad

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে

বিসিবির পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

প্রথম ডেস্ক

০২/০৯/২০২৫ ১৬:৩৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি জানান, দেশের প্রয়োজনে আরো কাজ করার লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত।


বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব। একটা সঠিক নির্বাচন হবে। এখানে সভাপতি নির্বাচিত হয় না, পরিচালকরা নির্বাচিত হন। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।’ 


বুলবুল বলেন, ‘দেশের ক্রিকেটের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখার ইচ্ছা থেকেই আমি নির্বাচনে দাঁড়াচ্ছি। গত তিন মাস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সভাপতির দায়িত্ব পালন করেছি। তবে এবার সরাসরি নির্বাচন করেই ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে দেশের প্রয়োজনে কাজ করতে চাই।’

 

এর আগে গত ২৮ আগস্টও দেশের ক্রিকেটের জন্য কাজ চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। সে সময় বুলবুল বলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা… আমি হঠাৎ করে এখানে এসেছি এবং একটা দায়িত্ব নিয়েছি। আমার স্থায়ী সব কিছু ছিল (আইসিসিতে)।

দেশের জন্য সব ছেড়ে এসেছি। যত দিন সম্ভব দায়িত্ব পালন করেছি। এরপর সিদ্ধান্ত আর আমার হাতে নেই।’


আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad