নেপালে ফ্লাইট বাতিলের কারণে আটকা বাংলাদেশ ফুটবল দল
Post Top Ad

নেপালে ফ্লাইট বাতিলের কারণে আটকা বাংলাদেশ ফুটবল দল

প্রথম ডেস্ক

০৯/০৯/২০২৫ ১৭:৩৮:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নেপালে চলমান সংঘাত ও ফ্লাইট বাতিলের কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সব ফ্লাইট বাতিল করায় যাত্রা স্থগিত হয়েছে।


বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানায়, নেপালে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করছে। দলটি বর্তমানে হোটেলে নিরাপদে অবস্থান করছে। পরিস্থিতির অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ জানানো হবে।


এর আগে নেপাল জাতীয় দলের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচটি সহিংসতার কারণে বাতিল হয়। নির্ধারিত সূচির একদিন আগেই ফেরার প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ দল। তবে ফ্লাইট বন্ধ থাকায় তারা আপাতত কাঠমান্ডুতেই আটকা পড়েছে।


আগামী অক্টোবর মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ—৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad