সময়টা যখন রোগে কাবু!
Post Top Ad

সময়টা যখন রোগে কাবু!

১২/০৬/২০২৫ ০৫:১৮:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চেনাজানা ব্যাক্তিত্বসম্পন্ন মানুষটা সকাল,বিকাল ঔষধ খাওয়ার মতো নিয়ম করে ফেইসবুকে ভিডিও পোস্ট করে, কখনো পাগল সেজে, কখনো ছাগলের মতো ভ্যা ভ্যা করে... মানুষ আর লাগে না তাকে।


'ভাইরাল' রোগে কাবু সময়টা। চেনাজানা দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করে পরক্ষণেই দেখি নোটিফিকেশন আসে '....' ইনভাইটেড ইউ টু লাইক হিজ/হার পেইজ '.....'। বিপদ আমি ডেকে আনলাম না আমারে বিপদ ডেকে নিল! ভগবান তুমি এমন কেন?


যে কন্টেন্ট দেখলে আপনি স্রেফ 'ইতরামি' শব্দটা ব্যবহার করবেন, সেটি লক্ষ লক্ষ মানুষ দেখে! মানুষের কী হলো!

সেলফি ক্যামেরায় আইএলটিএস এর ক্লাস নিচ্ছে, বাস-ট্রেনের ক্যানভেসারের মতো রুচিহীন,পেশাদারিত্ব বর্জিত 'ভাইয়া' শিক্ষক নামের জোকাররা। তাদের ফ্যান,ফলোয়ারের সংখ্যা বেহুশ হওয়ার মতো।  এই তরুণ,তাজা ছেলেমেয়েগুলোর কী হলো!

প্রত্যেক ফেইসবুকআইডির মালিককেই একেকজন রাজনৈতিক বোদ্ধা মনে হয়! আমাদের রাজনীতির কী হলো!


আমাদের বিসুত,শুক্কুরবারের সাহিত্যে 'হ' লেখক, 'হ' এর ভার্সিটির/হলের/এলাকার বড় ভাই/ছোট ভাই 'য' সাহিত্য সম্পাদক এটা ছাপলেন, অপর বন্ধু, 'ব'  'অসাধারণ'/ 'ভাল্লাগছে ভাই' লিখে বাহবা দিলেন, আরেকবন্ধু 'র' জুরী বোর্ড হয়ে পুরস্কার দিলেন, লেংটাকালের দোস্ত 'ল' এলাকায় সংবর্ধনা দিলেন। আমাদের সাহিত্যের কী হলো! এবার সাহিত্যের জায়গায় সংস্কৃতি পড়ে নেন। সময় বাঁঁচবে।


নিজের দৃশ্যমান কোন আয় নেই, অথবা যে জব কিংবা ব্যবসার কথা সবাই জানে তার বেতন দিয়ে কোনমতে সংসার চলতে পারে অথচ ছুটি কাটাতে তাকে দেখি দেশের বাইরে। ও মা লক্ষী, তুমি আমার দিকে কবে চোখ রাখবে!

মানুষ উলঙ্গ হয়ে গেছে! 


আচ্ছা, মানুষকে লুট করে নিল কেউ নাকি মানুষ নিজেই লুন্ঠিত হলো!

(সূত্র : লেখকের ফেসবুক পোস্ট)

লেখক : বিভাগীয় প্রধান

ইংরেজি বিভাগ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad