সুনামগঞ্জে "তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা"শীর্ষক বৈঠক
Post Top Ad

সুনামগঞ্জে "তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা"শীর্ষক বৈঠক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২০/০৯/২০২৫ ১৫:২৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের পানসী রেস্টুরেন্টে হেযবুত তাওহীদের গোলটেবিল বৈঠক'ইসলামই দিয়েছে প্রকৃত বাক-স্বাধীনতা'শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা হেযবুত তাওহীদের আয়োজনে সংস্কারমূলক আন্দোলন হেযবুত তাওহীদের উদোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।


হেযবুত তাওহীদের সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা হেযবুত তাওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তাওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান। তিনি তার বক্তব্যে তাওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রুপরেখা তুলে ধরে বলেন,একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ক্রটিপূর্ণ হয় তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস স্বাক্ষী মানবসৃষ্ট কোন মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি,বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র সষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার।


তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় সাংবাদিক,গণমাধ্যম ব্যক্তিত্ব,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ শিল্পী,শিক্ষক,কৃষক,শ্রমিক ও নারী উদোগক্তাগন।


এসময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা হেযবুত তাওহীদের আমির আবু তাহের,দিরাই উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান ছবি চৌধুরী প্রমুখ।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad