ছাতকে ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০
Post Top Ad

ছাতকে ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২০/০৯/২০২৫ ১৮:৪৮:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাউয়াবাজার কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার এক পর্যায়ে পাইগাঁও উচ্চ বিদ্যালয় ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad