সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান
Post Top Ad

সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০৯/২০২৫ ১৫:২১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিস এম্বাসেডর নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী নুরুল হক আফিন্দী। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-এর কুদরত পাশা। সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের এমঅ্যান্ডই, সার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার ফাতেমা মাহমুদা, মো. সায়েদুল ইসলাম, এ এস এম আতকসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ উপস্থাপন সমাজে সহনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

ফাতেমা মাহমুদা বলেন, “বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ ও প্রশমনের মাধ্যমে একটি সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই এমআইপিএস প্রকল্পের মূল লক্ষ্য।” তিনি জানান, দেশের ২৭টি জেলার ৭৪টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ অংশীদার।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান বলেন, “গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলেই শান্তি ও সম্প্রীতি রক্ষায় কার্যকর অবদান রাখতে পারবে।”

সভায় বক্তারা আরও বলেন, রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে সমন্বয়, সংলাপ ও পারস্পরিক সহযোগিতা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ, গবেষণাভিত্তিক প্রতিবেদন ও তথ্য যাচাই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, পিস এম্বাসেডর শাহিনা চৌধুরী রুবি, সিরাজুল ইসলাম পলাশ, সালহীন চৌধুরী শুভ, ফজলুল করিম সাঈদ, জসিম উদ্দিন, আমিনুল হক, কর্ণ বাবু দাস, তূর্য দাস, শবনম দোজ্জা, অর্পিতা তালুকদার প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad