ধর্মপাশায় ভোটারদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. রফিকুল ইসলামের মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলা সদরের জোবাইদা গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, সাবেক সদস্য আলাউদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল সালাম, সাবেক যুবদল নেতা রাসেল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আপন মিয়া, সেলবরষ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ও ছাত্রদল নেতা পলাশ আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “নতুন বাংলাদেশে কোয়ালিটি সংসদ গঠনে সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীকে বেছে নিতে হবে।” তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কণ্ঠস্বর হতে চান বলে উল্লেখ করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান প্রবীণ এই নেতা।
এ রহমান

মন্তব্য করুন: