নবীগঞ্জে শ্রেণীকক্ষে টিকটক ভিডিও ধারণ,৩ ছাত্রকে বহিস্কার
Post Top Ad

নবীগঞ্জে শ্রেণীকক্ষে টিকটক ভিডিও ধারণ,৩ ছাত্রকে বহিস্কার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৬/১০/২০২৫ ০৯:১৯:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নবীগঞ্জে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ৩ ছাত্র’কে মোবাইল দিয়ে ক্লাসে ভিডিও ধারন ও টিকটক ভিডিও করার দায়ে সাময়িকভাবে বহিস্কার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক।


শনিবার ৪ঠা অক্টোবর উক্ত বহিস্কারের নোটিশ প্রদান করা হয়েছে। বহিস্কৃত ছাত্ররা হলেন, ৯ম শ্রেণীর ছাত্র সর্দাপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং-১০১), শেরপুর গ্রামের মোঃ আমির খানের ছেলে মোঃ নাঈম খান ( রোল নং-৭৬), বড় শাখোয়া গ্রামের কাওসার মিয়ার ছেলে ইমানী মিয়া ( রোল নং-৬৪)।


সুত্রে জানা যায়, উল্লেখিত ৯ম শ্রেণীর ছাত্ররা নিষেধ থাকা সত্তে¡ও ক্লাস রুমে মোবাইল ফোন সাথে নিয়ে প্রবেশ করে এবং ক্লাসের ভিডিও চিত্র ধারণ করে টিকটক ভিডিও তৈরী করে ভাইরাল করায় প্রতিষ্টানের শৃংখলা ভঙ্গের অপরাধ সংঘটিত করেন।


ফলে স্টাফ মিটিংয়ের সর্ব সম্মতিক্রমে এ ধরনের কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থাসহ মোবাইল ফোন বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই আলোকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad