বাবা দিবসকে সামনে রেখে প্রকাশ হলো বিপ্লব সাহার ‘ও বাবা’

এবারের বাবা দিবসে ’’ ও বাবা ‘’ শিরোনামে নতুন একটা গান নিয়ে এসেছেন। গানের কথা এবং কাহিনীর সাথে শিল্পীর বাস্তব জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিপ্লব সাহার ফেলে আসা স্মৃতি ও জীবনী যেনো ফুটে উঠেছে গানের কথায় এবং অসাধারণ এক ভিডিওর মধ্যে। ‘ও বাবা’ শিরোনামের গানের কথা ও সুর এবং সংগীত আয়োজন করেছেন সময়ের জনপ্রিয় গীতিকার মনি জামান।
গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি বিপ্লব সাহার নির্দেশনা ও পরিচালনায় অসাধারণ এক মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আজম খান, অভিনেত্রী মিলি বাশার, মডেল আলিফ চৌধুরী এবং শিশু শিল্পী প্রাজ্ঞ ও রায়ান ।
এবারের বাবা দিবস উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় বিপ্লব সাহার অফিসিয়াল YouTube চ্যানেল এবং একই সাথে বিশ্বরঙ এর অফিসিয়াল YouTube চ্যানেলে মুক্তি পেয়েছে ।
সজল আহমদ

মন্তব্য করুন: