মিশিগান "বাংলা স্কুল অব মিউজিক" এর আয়োজনে সঙ্গীতানুষ্ঠান
Post Top Ad

মিশিগান "বাংলা স্কুল অব মিউজিক" এর আয়োজনে সঙ্গীতানুষ্ঠান

প্রথম ডেস্ক

১৬/০৬/২০২৫ ০৮:১৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মিশিগান "বাংলা স্কুল অব মিউজিক" এর উদ্যোগে রোববার (১৫ জুন) ডেট্রয়েট মরান ষ্ট্রীটের প্লে হাউস অডিটোরিয়ামে "Music fills the infinite between two souls" শিরোণামে রাগা ও রিদম এ ক্ল্যাসিকেল কালচারাল শো-কেস ছিল এক অসাধারণ রাগপ্রধান সংগীতানুষ্ঠান! 


সামিরা আলমের উপস্হাপনায় অনুষ্ঠানের শুরুতে বাংলা স্কুলের শিক্ষার্থীরা সমবেত কন্ঠে পরিবেশন করে আগুনের পরশমনিসহ দু'টি গান ! স্বাগত বক্তব্য রাখেন বাংলা স্কুল অব মিশিগানের সেক্রেটারী ড.নাজমুল আনোয়ার। ডা. সুলতানা গজনবী পুরানো দিনের কয়েকটি চমৎকার হিন্দি গান পরিবেশন করে দর্শকদের বেশ আনন্দ দেন! আগত শিল্পীদের পরিচয় করিয়ে দেন শ্রী আনন্দ সেন।

বাংলা স্কুল  অব মিশিগানের প্রতিষ্ঠাতা সভাপতি আকরাম হোসেন আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন!


এরপর ক্ল্যাসিকেল শিল্পী বিদূষী এশা বন্দোপাধ্যায় শুরু করেন নিজের রাগপ্রধান পরিবেশনা! তিনি পরপর ৪ খানি রাগপ্রধান সংগীত পরিবেশন করেন! পিয়া মিলনে হাম যাইবে,ধীরে ধীরে বল,কোহেলিয়া গান থামাইবার সহ চারটি রাগপ্রধান গান পরিবেশন করেন। তাঁর প্রতিটি পরিবেশনার পর দর্শকরা মূহুর্মূহু করতালির মাধ্যমে হল মুখরিত করেন! 


পন্ডিত ভীমসেন যোশী সম্মানে ভূষিত ক্ল্যাসিকেল তবলা বাদক ইন্দ্রনীল মল্লিক তাকে তবলায় সঙ্গত করেন। হারমোনিয়ামে ছিলেন শতমিতা দে! এরপর মঞ্চে আসেন ক্ল্যাসিকেল সেতার বাদক পন্ডিত পার্থ বোস! তাঁর রাগাশ্রয়ী সেতারের মূর্চ্ছনায় হল ভর্তি দর্শকরা বিমোহিত হন! তাঁকে তবলায় সঙ্গত করেন অমিত চ্যাটার্জী!


উল্লেখ্য,প্রবাসে বাংলা সংগীত চর্চায় ১৯৯৬ থেকে বাংলা স্কুল অব মিশিগান অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে!

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad