যে আফসোস ডাকসাইটে খলনায়িকা নন্দিনীর

ফোনে কাঁদছেন ছোট পর্দার ডাকসাইটে খলনায়িকা নন্দিনী চট্টোপাধ্যায়। সম্প্রতি, বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। জিমে ‘জাম্পিং বক্স’-এর কসরত করতে গিয়ে দুটো হাতেরই কব্জি সকেট বল থেকে বেরিয়ে গিয়েছিল। তার পর টানা অনেক দিন দুই হাত স্ট্রিং ব্যাগে ঝুলিয়ে গৃহবন্দি। অস্ত্রোপচার করতে হয়েছে। হাতের ব্যথা তাঁকে কাবু করতে পারেনি। একটু ভাল হয়েই সাহানা দত্তের নতুন হিন্দি ধারাবাহিক ‘নয়নতারা’তে অভিনয় করছেন। অভিনয়সূত্রে বলিউডে। সেখান থেকেই আনন্দবাজার ডট কমের ফোনে সাড়া দিয়েছেন।
কণ্ঠে দলাপাকানো কষ্ট। “আমার অবস্থা যেন গেঁয়ো যোগী ভিখ পায় না! ধারাবাহিকে এক ধারার চরিত্র। বড় পর্দায় ভাল চরিত্র পাব, কিছু পরিচালক হয়তো আমার কথা ভাববেন— ভেবেছিলাম। সে সব কিচ্ছু হল না।” অনেক অভিমান নিয়ে তাই বাংলা ছেড়েছেন। পঞ্চাশ পেরিয়ে বলিউডে নতুন করে ভাগ্য যাচাই করছেন! ভেজা গলায় জানালেন অভিনেত্রী।
‘নয়নতারা’ ধারাবাহিক দিয়ে অর্জুন চক্রবর্তীও বলিউডে পা রাখলেন। সে কথা জানাতেই নন্দিনীর মত, “আগে হিন্দি কাজ করেছি। শ্যাম বেনেগালের ‘বোস দ্য ফরগটেন হিরো’, সুশান্ত দাসের ‘রিস্তোঁ কা মঞ্ঝা’, লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ঝনক’, বালাজি অল্টের একটি সিরিজ়ে অভিনয় করেছি। তবে সবগুলোই কলকাতা থেকে। বলিউডে গিয়ে কাজ এই প্রথম।” ‘আশালতা’ চরিত্রটি তাঁকে আশা জুগিয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, এই চরিত্রটিও ধূসর। এক পুরুষের হাতে এক নারীর লাঞ্ছিত, অপমানিত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর কাহিনি। কিন্তু এতে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: